মাটির কলসির পানি কেন পান করবেন?


 মাটির কলসির পানি কেন পান করবেন?

একসময় মাটির পাত্রে অনেকেই রান্না করতেন। এর বেশ কিছু উপকারিতা আছে। তেমনই গরমকালে মাটির কলসি বা পাত্র থেকে পানি পানের গুরুত্বও অপরিসীম। জেনে নিন, মাটির কলসির পানি কেন পান করবেন।
মাটির পাত্রের প্রাকৃতিক ভাবেই পানি ঠান্ডা রাখার গুণ আছে। আবহাওয়া ও জলবায়ুর সঙ্গে এটি পানির তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে।
মাটির পাত্রের পানি খনিজ পদার্থে পরিপূর্ণ এবং এতে ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি থাকে। গরমকালের জন্য যা খুবই উপকারী।
মাটির পাত্রের পানি দেহে গ্লুকোজের পরিমাণ বজায় রাখে। সানস্ট্রোক হওয়া থেকে বাঁচায়।
মাটির খনিজের মধ্যে অ্যালকালিন থাকে, যা জলের সাথে মিশে পানিকে জীবাণু মুক্ত করে। তাছাড়া প্রাকৃতিক ভাবে ঠান্ডা হওয়া পানি গলার পক্ষেও খুবই উপকারী
গরমের দিনে প্রতিদিন মাটির কলসির পানি খেলে গ্যাসট্রিকের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।
দীর্ঘদিন ধরে মাটির পাত্রের ঠান্ডা পানি খেলে তা হজমশক্তিতে সাহায্য করে ও বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে।
(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এজেড)

Post a Comment

Previous Post Next Post