আপনার খাবার পানিটুকু আসলেই বিশুদ্ধ কি না এটা নিশ্চিত হওয়ার জন্য পাঁচটা ক্যাটাগরীতে সেটাকে যাচাই করতে হবে। আপনি হয়তো বিশুদ্ধ পানির জন্য ওয়টার পিউরিফিকেশন মেশিন ব্যবহার করছেন বা করতে চাচ্ছেন। সেক্ষেত্রেও রয়েছে সতর্কতা। আসলেই কি তাতে পানি পুরোপুরি বিশুদ্ধ হচ্ছে? নিচের এই পাঁচটা ক্যাটাগরীর কোন কোন গুলো আছে, আর কোন একটা বা একাধিক নাই সেটাতে কিন্তু মোটেও আপস করা যাবেনা। কারণ বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আর আমাদের শরীরের প্রায় ৭২% পানি।

আপনার খাবার পানিটুকু আসলেই বিশুদ্ধ কি না এটা নিশ্চিত হওয়ার জন্য পাঁচটা ক্যাটাগরীতে সেটাকে যাচাই করতে হবে।
আপনি হয়তো বিশুদ্ধ পানির জন্য ওয়টার পিউরিফিকেশন মেশিন ব্যবহার করছেন বা করতে চাচ্ছেন। সেক্ষেত্রেও রয়েছে সতর্কতা। আসলেই কি তাতে পানি পুরোপুরি বিশুদ্ধ হচ্ছে? নিচের এই পাঁচটা ক্যাটাগরীর কোন কোন গুলো আছে, আর কোন একটা বা একাধিক নাই সেটাতে কিন্তু মোটেও আপস করা যাবেনা। কারণ বিশুদ্ধ পানির অপর নাম জীবন। আর আমাদের শরীরের প্রায় ৭২% পানি।
১. রিমোভ ফিজিক্যাল ইমপিওরিটিসঃ
অর্থাৎ দৃশ্যমান বা ভাসমান ময়লা-আবর্জনা বা ক্ষতিকারক সরাতে পারে কি না।
২. রিমোভ বায়োলজিক্যাল ইমপিওরিটিসঃ
জীবাণু, ভাইরাস বা যে কোন ধরণের পরজীবী সরাতে বা ধ্বংস করতে পারে কি না। আর সরালে, কোথায় সরানো হয়? আর ধ্বংস করলে বা মেরে ফেললে তার বডি কি করা হয়?
৩. টোটাল ডিসল্ভেড সলিডস (টিডিএস) :
হালকা, ভারী সমস্ত কন্টামিনেন্টস, খনিজ পদার্থের উপস্থিতি। পানিতে শত-শত রকমের খনিজ পদার্থ মিশানো থাকে যার বেশির ভাগই মানুষের শরীরের জন্য অপ্রয়োজনীয়-ই নয় বরং মারাত্নক ক্ষতিকারক, এগুলো রিমোভ করতে পারে কি না?
৪. রিমোভ হার্ডনেসঃ
কঠিন পানি হলে সেটা পান-যোগ্য নয়, সেটাকে নরম/সফট করতে পারে কি না?
৫. রিমোভ পেস্টিসাইডস ইমপিওরিটিসঃ
পানিতে কীটনাশক জাতীয় কোন কিছু মিশে থাকলে, বা মিশানো হলে বা মিশিয়ে দিলে তা রিমোভ করতে পারে কি না?
রিভার্স অসমোসিসঃ
পানি বিশুদ্ধীকরণ এবং ড্রিংকিং এর জন্য পৃথিবীর সর্বোন্নত প্রযুক্তি রিভার্স অসমোসিস। উন্নত এবং উন্নয়নশীল সব দেশে ডমেস্টিক টু ইন্ডাস্ট্রিয়াল সব সেক্টরে এই প্রযুক্তি একক এবং একমাত্র সলিউশন। পানিতে দূষণের মাত্রা কম, বেশি বা অত্যাধিক যে পরিমাণেই থাকুক না কেন, এই প্রযুক্তি অতুলনীয় ফলাফল দেয়।
Pure Water অরিজিনাল ব্র্যান্ডের রকমারি ওয়াটার পিউরিফায়ার সরবরাহ করে থাকে। পাশাপাশি সার্ভিসিং এর ক্ষেত্রেও আমরা আপনাকে সর্বাত্তোক সহোযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ।

1 Comments

  1. Playtech - New Zealand's #1 supplier of gaming equipment
    Playtech, an innovator of งานออนไลน์ software and https://access777.com/ services for https://deccasino.com/review/merit-casino/ online gaming 바카라 사이트 and iGaming products, have partnered with supplier Casino. https://sol.edu.kg/

    ReplyDelete
Previous Post Next Post