ইংরেজি শব্দ 'Hardness of water' এর অর্থ গুগল ট্রান্সলেটরে অনুবাদ করলে দেখতে পাবেন 'পানির কঠোরতা'। বিষয়টি আসলে এমন নয়। এই 'Hardness of water' এর বাংলা অর্থ হল- পানির খরতা। পানির খরতা বা খর পানি বলতে কি বুঝি সেইটাই আলোচনা করা যাক।


 ইংরেজি শব্দ 'Hardness of water' এর অর্থ গুগল ট্রান্সলেটরে অনুবাদ করলে দেখতে পাবেন 'পানির কঠোরতা'। বিষয়টি আসলে এমন নয়। এই 'Hardness of water' এর বাংলা অর্থ হল- পানির খরতা। পানির খরতা বা খর পানি বলতে কি বুঝি সেইটাই আলোচনা করা যাক।

পানিতে যদি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ ইত্যাদি ধাতুর ক্লোরাইড, বাই কার্বনেট, সালফেট ইত্যাদি লবণ দ্রবীভূত থাকে তাহলে ওই পানিকে খর পানি বলে।
খর পানির সুবিধা :
শক্ত হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম লবণ অত্যাবশ্যক বলে শিশুর দেহ গঠনে খর পানি বিশেষ উপযােগী। খর পানিতে যে সকল ধাতব লবণ মিশ্রিত থাকে তা স্বাস্থ্যের জন্য উপকারী বলে খাবার পানি হিসাবে সামান্য খর পানি বেশ ভালো।
খর পানির অসুবিধা :
কাপড় ধােয়ার কাজে খর পানি ব্যবহার করলে সাবানের অপচয় ঘটে। কারন খর পানিতে সহজে ফেনা তৈরি হয় না। খর পানিতে রান্নাবান্না করা মৃদু পানির তুলনায় ঝামেলা। তরকারির রং কালচে হয়ে যায়। গ্লাস ও বাসনপত্রে বাদামি রংয়ের দাগ পড়তে পারে।
💠 pure water অরিজিনাল ব্র্যান্ডের রকমারি ওয়াটার পিউরিফায়ার সরবরাহ করে থাকে। পাশাপাশি সার্ভিসিং এর ক্ষেত্রেও আমরা আপনাকে সর্বাত্তোক সহোযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ।

Post a Comment

Previous Post Next Post